ঈদ উপলক্ষে চার রুটে নভোএয়ারের অতিরিক্ত ফ্লাইট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চারটি রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।

সোমবার গণমাধ্যমে পাঠানো সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের আগে ঢাকামুখী যাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাহিদার প্রেক্ষিতে নভোএয়ার সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন অতিরিক্ত ২টি ফ্লাইট, একই সময়ে যশোর ও রাজশাহী রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।

এছাড়া ৯ আগস্ট থেকে ১১ আগস্ট বরিশাল রুটে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি প্রতিদিন অতিরিক্ত ১টি করে ফ্লাইট পরিচালনা করবে নভোএয়ার।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে প্রতিদিন যশোর ৫টি, চট্টগ্রাম ৫টি, কক্সবাজার ৫টি, সৈয়দপুর ৫টি, সিলেট ২টি, বরিশাল, রাজশাহী ও কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

এদিকে ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত যশোর, সৈয়দপুর, বরিশাল ও রাজশাহী থেকে ঢাকামুখী যাত্রীরা সর্বনিম্ন মাত্র ২০১৯ টাকায় ভ্রমণ করতে পারবেন।

আজকের বাজার/এমএইচ