আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, গত ২৮ রমজান বুধবার থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। ওইদিন পবিত্র শবে কদর উপলক্ষ্যে সরকারি ছুটি থাকবে। তাই আগামী ১৩ জুন থেকে ১৭ জুন পর্যন্ত ডিএসই ও সিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এ হিসেবে পাঁচ দিন পুঁজিবাজার বন্ধ থাকবে।
আগামী ১৮ জুন, সোমবার থেকে আবারও নিয়মিতভাবে ডিএসই ও সিএসইতে লেনদেন শুরু হবে।
রাসেল/