ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্মেলন কক্ষে এ গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও মো. জাকির হোসেনে সভাপতিত্বে দিবসটি পালনে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আলোচনা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান আকন্দ প্রমূখ।
সভায় উপজেলা প্রসাশনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ইউপি চেয়ারম্যানবৃন্দ বিভিন্ন স্কুল কলেজ কিন্ডার গার্টেনের প্রধান সংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও জাকির হোসেন দিবসটি পালনে আয়োজিত তিন দিনব্যাপী বই মেলা সহ সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
আজকের বাজার/এমএইচ