জেলায় শনিবার সন্ধ্যায় প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জোবায়ের আলম মনা (৩৫) নামে একজন নিহত হয়েছ। ঈশ্বরদী-বাঘা মহাসড়কের ঈশ্বরদী গোকুল নগর চক্ষু হাসপাতালরে সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত জোবায়ের আলম মনা ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুরের মৃত সোনা মিয়ার ছেলে।
ঈশ্বরদী থানা-পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে রুপপুর প্রকল্পের কাজে নিয়জিত নিকিম কোম্পানরি টয়োটা হ্যারয়িার গাড়টি দ্রুত গতিতে রাজশাহী থেেক ঈশ্বরদীতে আসছিল। উপজেলার গোকুল নগর চক্ষু হাসপাতাল সংলগ্ন এলাকায় এসে প্রাইভেট কার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে অটোরিকশার চালক জুবায়ের আলম মনা ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত জুবায়ের আলম মনাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনাকে মৃত ঘোষণা করেন। (বাসস)