পাবনার ঈশ্বরদীতে মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৭ মামলার এক আসামি নিহত হয়েছে। নিহত হাফিজুর রহমান তিতাস সাহাপুরের বাঁশেরবাদা এলাকার আব্দুল আজিজ মোল্লার ছেলে।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, ভোর ৩টার দিকে সাঁড়া ঝাউদিয়ায় সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযানে গেলে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধে তিতাস মারা যায়।
এ সময় পুলিশের ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত এসপি জহুরুল হকসহ ৬ পুলিশ আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
তিনি আরো বলেন, নিহত তিতাস পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকাতি, বিস্ফোরকসহ ১৭টি মামলা রয়েছে।
আজকের বাজার/এমএইচ