পাবনার ঈশ্বরদী উপজেলায় দুই বাড়ির দরজায় দুটি হাতবোমা পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন মো. শফিকুল ইসলাম প্রামাণিক ও আবদুল গাফফার প্রামাণিকের বাড়িতে ওই বোমা দুটি দেখা যায়। এ নিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
তবে সেখানে কে বা কারা ওই বোমা রেখে গেছে তা জানা যায়নি।
জানা গেছে, পাকশীর দিয়াড় বাঘইল হাজিপাড়ায় ক্লাব মোড় করিমের মিলসংলগ্ন এলাকার দুই বাড়িতে ইলেকট্রিক মোটা তারের দুই মাথায় দুটি বোমা রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা বোমা নিষ্ক্রিয় করার চেষ্টা চালাচ্ছে।
বাড়ির মালিক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, গত বছরের ৮ জুন তাকে প্রাণনাশের হুমকি দিয়ে কে বা কারা উড়ো চিঠি দেয়। গত চার দিন আগে পেট্রল ঢেলে রেখে যায় অজ্ঞাত কেউ। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আজকের বাজার / এ.এ