প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ঈশ্বরদী-পাবনা রুটে আগামী ১৪ জুলাই থেকে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে। এই সুবাদে পাবনাবাসী খুব শিঘ্রই ট্রেনে যাতায়াতের সুফল ভোগ করতে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) পশ্চিমাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক ঈশ্বরদী-পাবনা রেলপথ উদ্বোধনের বিষযটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের পারমাণবিক চুল্লি বসানোর কাজের অর্থাৎ ফাস্ট কংক্রিট পোরিং ডেট বা এফসিডি কাজের উদ্বোধন করতে পাবনার ঈশ্বরদীতে আসবেন। পরে পাবনা পুলিশ লাইন মাঠে দুপুর ২টার দিকে জনসভার পূর্বে পাবনার বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। একই দিনে প্রধানমন্ত্রী ঈশ্বরদী-পাবনা রুটে রেলপথের উদ্বোধন করবেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় নবাগত ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলাম জানান, ঈশ্বরদীর মাঝগ্রাম হতে ঢালারচর পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত ঈশ্বরদী-পাবনা রেল সেকশনে ২৫ কিলোমিটারে রেলপথের নির্মাণ প্রক্রিয়া, সেতু-কালভার্ট নির্মাণ, রেলগেট, রেলক্রসিং, ট্রেন চলাচলের সিগন্যাল ব্যবস্থা সম্পূর্ণ প্রস্তুত। মোট ৭৮ কিলোমিটার নতুন রেললাইন। অবশিষ্ঠ ৫৩ কিলোমিটার দ্বিতীয় ধাপে চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ হবে ।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী আরিফ আহম্মেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে উদ্বোধনের পর প্রথম ট্রেনটি ‘পাবনা এক্সপ্রেস’নামে চলবে।
তিনি আরও জানান, উদ্বোধনের সময় ট্রেন ইঞ্জিনসহ ৬টি বগি নিয়ে পাবনা হতে ঈশ্বরদী পর্যন্ত চলাচল করবে। এছাড়া পরবর্তিতে পাবনা-রাজশাহীর মধ্যেও ট্রেন চলাচল করবে।
আজকের বাজার/এসএম