বেইজিংয়ে উইঘুর মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের আচরণ সম্পর্কে মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভ বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মকর্তাকে তলব করেছে চীন। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন এই প্রতিবেদন জানিয়েছে,
প্রতিবেদনে দেখা গেছে, মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিষয়ক মন্ত্রীর পরামর্শদাতা উইলিয়াম ক্লেইনের কাছে চীনের সহ-পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং “কড়া প্রতিনিধিত্ব” করেছেন। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করতে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র হাউজ অব রিপ্রেজেন্টেটিভস একটি বিলকে অবিচ্ছিন্নভাবে অনুমোদন দিয়েছে। যাতে ট্রাম্প প্রশাসনকে মুসলিম সংখ্যালঘু সম্পর্কে চীনের কঠোর ব্যবস্থা করার প্রতিক্রিয়া আরও কঠোর করা উচিত। বেইজিংয়ের উপর ক্ষোভ প্রকাশ এবং ইতিমধ্যে পরীক্ষামূলক সম্পর্কের উপর আরও জোর দেওয়া।
আজকের বাজার/লুৎফর রহমান