ক্রিকেটর বাইবেলখ্যাত উইজেডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটারের তিনজনই নারী।
বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক হিদার নাইট,অলরাউন্ডার নাটালি শিভার, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ, জেমি পোর্টার ও কোহেলি।
১৮৬৪ সাল থেকে প্রকাশিত হওয়া উইজডেনের এটি ১৫৫তম সংস্করণ। অবশ্য বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি চালু হয় ১৮৮৯ সাল থেকে।
মেয়েদের ক্রিকেটে লিডিং ক্রিকেটারের সম্মান পেয়েছেন ভারতীয় অধিনায়ক মিথালি রাজ।
প্রথমবারের মতো চালু হওয়া ‘ফোরমোস্ট টি-টোয়েন্টি প্লেয়ার’ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন আফগান লেগ স্পিনিং বিস্ময় রশিদ খান।
আজকের বাাজা/আরজেড