নামজাদা ক্রিকেট ম্যাগাজিন উইসডেন দশকের সেরা টি২০ দল ঘোষণা করেছে। কিন্তু সকলকে চমক দিয়ে এই দলে সুযোগ পাননি ভারতের ক্যাপ্টেন কুল খ্যাত মহেন্দ্র সিং ধোনি।
এই দশকেই ভারতকে সাফল্যের চূড়োয় নিয়ে গিয়েছেন ধোনি। টি-২০ বিশ্বকাপে একবার ফাইনাল, একবার সেমিতে গিয়েছে ভারত ধোনির নেতৃত্বে।
আইপিএলও চেন্নাই সুপার কিংসের নজরকাড়া সাফল্য। তবুও জায়গা হল না মাহির।
এক নজরে দেখে নিন উইসডেনের দল:
অ্যারন ফিঞ্চ,কলিন মুনরো,বিরাট কোহলি,শেন ওয়াটসন,গ্নেন ম্যক্সওয়েল,জস বাটলার,নবি,ডেভিদ ওয়াইল,রশিদ খান, বুমরাহ, মালিঙ্গা।
আজকের বাজার/লুৎফর রহমান