উখিয়া উপজেলার পূর্ব রত্নাপালং গ্রামের একটি বাসা থেকে দুই শিশুসহ একই পরিবারের চার সদস্যের গলাকাটা লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করেছে পুলিশ ।
নিহতদের একজন হলেন প্রবীণ বড়ুয়ার স্ত্রী সুখী বড়ুয়া (৫০)। তাৎক্ষণিকভাবে তার পুত্রবধূ ও দুই নাতি-নাতনির পরিচয় জানা যায়নি।
কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থলে গিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করে লাশ ৪ টি উদ্ধার করে।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো-মৃত প্রবীণ বড়ুয়ার স্ত্রী সখী বড়ুয়া, রোকেন বড়ুয়া স্ত্রী মিলা বড়ুয়া ও ২ নাতনী।