কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভারী বর্ষণের কারণে মাটি নরম হয়ে গাছচাপায় মোহাম্মদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ জুন) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের তেলিপাড়া এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
মোহাম্মদ মোল্লা জেলার উখিয়ার উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকার হোসেন আহমদের ছেলে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, ভারী বৃষ্টিপাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জামতলী এলাকায় গাছচাপায় মোহাম্মদ আলী নামের একজনের মৃত্যু হয়।
নিহতের মৃতদেহ উদ্ধার করে ক্যাম্পের স্থানীয় এক হাসপাতালে রাখা হয়েছে বলে জানান ওসি।
আজকের বাজার/এমএইচ