মার্কিন র্যাপ সংগীতশিল্পী কেনি ওয়েস্ট ও তার স্ত্রী টিভি রিয়েলিটি স্টার কিম কার্দাশিয়ান ওয়েস্ট ব্যক্তিগত সফরে উগান্ডায় গেছেন।
দেশটির তথ্যমন্ত্রী ফ্রাঙ্ক এপিকে জানান, তাদের এই সফর দেশটির পর্যটন শিল্পের জন্য বড় অর্জন।
মূলত অবকাশ যাপনের জন্যই তারা উগান্ডা সফরে গেছেন। নীল নদের দৃশ্য অবলোকন করতে তার পাশে একটি হোটেলে উঠেছেন তারা।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট তাদের পর্যটন শিল্পের প্রচারে কোনো উদ্যোগ নেয়া হয় না এমন সমালোচনা করার পর পরই কেনি ও কিমের উগান্ডা সফর।
আজকের বাজার/এএল