উগান্ডায় বন্যায় প্রায় ৮ হাজার ৮শ’ লোক স্থানচ্যুত হয়েছে। প্রবল বর্ষণের কারণে উগান্ডার লেকসমূহের পানি উপচে এ বন্যা দেখা দেয়। দেশটির প্রধানমন্ত্রীর যোগাযোগ উপদেষ্টা জুলিয়াস মুকুনগুইজি মঙ্গলবার টেলিফোনেবার্তা সংস্থা সিনহুয়াকে জানান, লেকআলবার্ট ও কোয়োগার পানি বেড়ে বন্যা দেখা দিলে ৮ হাজার ৭৮০ জনকে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। এছাড়া বন্যায় সম্পদ হানিও হয়েছে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী রুহাকানা রুগুনডা সোমবার বন্যাকবলিত তিন জেলা সফর করেন। সফর শেষে তিনি টুইট করে বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান