বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘ভিশন- ২০৩০’তে জঙ্গিবাদকে আড়াল করার মাধ্যমে বাংলাদেশে সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৩ মে, শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে সরকারি কর্মচারী সমিতির কাউন্সিল অধিবেশনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দেশের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা উগ্রবাদীদের নিয়ে খালেদা জিয়ায়র ভিশনে কিছু নেই। সাম্প্রদায়িকতার কোনো কথা নেই। তার মানে, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িক উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে।
ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহনের প্রস্তাবে বিএনপির বিরোধিতার কথা তুলে ধরে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আজকে বিএনপি যেকোনো ভালো প্রস্তাব রাখলেই মানতে রাজি না। সবকিছুতেই তারা (বিএনপি) বলে মানি না, মানব না। আর ইভিএম পদ্ধতিতে ভোট হবে কি না সেটা দেখবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আমাদের মতামত জানতে চাইলে আমরা আমাদের মতামত দেব।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সরকারি দল মনে করি ইভিএম পদ্ধতিতে নারায়ণগঞ্জে সুন্দর নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে কেউ কোনো কথা বলেনি। তাই এই পদ্ধতি নিঃসন্দেহে ভালো পদ্ধতি। এই পদ্ধতিতে নির্বাচন হলে ভোটগ্রহণ নির্ভুল হবে। আমরা ইভিএম এ ভোটগ্রহণকে সমর্থন করি।’
নির্বাচন কালীন সহায়ক সরকার নিয়ে বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রহসনের গণভোট দিয়েছিল। সেই ভোটে শতকরা ৯৯ ভাগ ভোট হা তে পড়েছিল। ১৫ ফেব্রুয়ারির নির্বাচন কোনো গণতন্ত্র ছিল। ৩০ মার্চ জনরোষে তারা ক্ষমতা ছেড়েছিল। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর সেই নির্বাচন তো শেখ হাসিনার অধীনে হচ্ছে না। নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনারের অধীনে। তখন সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। নির্বাচন চলাকালীন সময়ে সব প্রশাসন থাকবে নির্বাচন কমিশনারের।’
বিএনপি ২০০১ সালেও একটি ভিশন দিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, ‘আজকে ২০২১ ও ২০৪১ সালের আমাদের ভিশন অনুকরণ করে তারা যে ভিশন দিচ্ছে, সেটা নকল ভিশন হয়ে গেছে। নকল ভিশন। মির্জা ফখরুল সাহেব মনে করিয়ে দিয়েছেন, তারা ২০০১ সালেও ভিশন দিয়েছিলেন, আমি বলতে চাই, আপনাদের ওই ভিশন ছিল আহসান উল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেব, ২১ আগস্ট গ্রেনেড হামলার হাওয়া ভবন ভিশন। যেই ভিশনে ২১ আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। বিচারপতি আজিজকে দিয়ে এক কোটি ২৩ হাজার ভুয়া ভোটার বানানো। বাংলাদেশের জনগণ এসব ভুলে যায়নি।’
সরকারি কর্মচারী সমিতির এই সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন।
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭