সাদার্ন ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স বা উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ‘গুড গর্ভনেন্স ইন দ্য হাইয়ার এডুকেশন অব বাংলাদেশ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের হল রুমেএই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ ও সাদার্ন ইউনিভার্সটির আইকিউএসি’র পরিচালক প্রফেসর এজেএম নুরুদ্দীন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটির প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ।
আরও উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসরর ড. শরীফুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও শিক্ষকবৃন্দ।
প্রো-ভিসি প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ বলেন, দেশে বা প্রতিষ্ঠানে গুড গর্ভনেন্স নিয়ে ব্যাপক সমালোচনা আছে কারণ সুশাসনের অভাবে কাঙ্খিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। একমাত্র গুড গর্ভনেন্সই পারে প্রতিষ্ঠানকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে। শিক্ষার গুণগত মান সুনিশ্চিতকরণে প্রশিক্ষণের গুরুত্ব অপরসীম তাই গুড গর্ভনেন্স সম্পর্কে প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান সঠিকভাবে প্রয়োগ করতে হবে।
প্রফেসর সরওয়ার জাহান বলেন, প্রতিষ্ঠানের জন্য সুশাসন খুব গুরুত্বপূর্ণ কারণ সুশাসন না থাকলে কোনো কাজই সঠিকভাবে এগিয়ে যায় না। সুশাসন মানেই হলো দেশ বা প্রতিষ্ঠানকে ভালোভাবে পরিচালনা করা। প্রত্যেকে নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করলে এবং আমাদের মধ্যে যদি স্বচ্ছতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা থাকে তাহলে ইউনিভার্সিটির গুণগতমান নিশ্চিত হবে।
কর্মশালায় মূলত গুড গর্ভনেন্স ইন দ্য হাইয়ার এডুকেশন অব বাংলাদেশ, ইমপেক্ট অব গুড গর্ভনেন্স অন দ্য কোয়ালিটি অব হাইয়ার এডুকেশন, রিভিউ অ্যান্ড মডিফিকেশন অব ইউনিভার্সিটি রুলস, রেগুলেশনস অ্যান্ড অর্ডিন্যান্স ফর গুড গর্ভনেন্স এসব বিষয়ে আলোচনা করেন প্রশিক্ষকবৃন্দ।
পরে অংশগ্রহণকারি শিক্ষকদের হাতে সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আরএম/