বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, তারেক রহমান দেশে ফিরে আপিলের মাধ্যমে উচ্চ আদালতে নির্দোষ প্রমাণিত হবেন।
শনিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিভিন্ন মন্ত্রীর অশালীন মন্তব্যকে তুলে ধরে মওদুদ আহমেদ বলেন, বিএনপি যতই সমালোচিত হবে বুঝতে হবে আমরা ঠিক পথে আছি। আমরা যে কোন মূ্ল্যে খালেদা জিয়াকে মুক্ত করে আনব।
২০১৪ সালের মতো নির্বাচন এদেশে আর হবে না। যদি আমরা নির্বাচনে যায় তাহলে বুঝতে পারবেন জনগন কাদের পক্ষে আছে।
সিলেটে সমাবেশের অনুমতি না দেওয়া কে সরকারের কাছে প্রশ্ন তুলে বলেন, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সমাবেশের অনুমতি পেলেও আমরা কেন পাই না?
এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই রায় হয়েছে। গ্রহনয্যেগতাহীন এ রায় জনগন মেনে নেয় নি।
অনুষ্ঠানে আরো ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিন, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি জেবা খানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।
আজকের বাজার/এমএইচ