ফের উত্তপ্ত হয়ে পড়েছে ভারত-পাকিস্তান সীমান্ত। জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে দফায় দফায় গুলি চালাচ্ছে পাকিস্তান রেঞ্জার্স। এতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ২ সদস্য নিহত হয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া’র।
রোববার (৩ জুন) সকাল থেকে এ গোলাগুলি চলছে বলে জানায় ভারতীয় এ সংবাদ সংস্থাটি ।
টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত এলাকার বিভিন্ন স্থান থেকে গুলি চালাচ্ছে।
বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জম্মুর আন্তর্জাতিক সীমান্তের আখনুর সেক্টরে ভোরে গুলি চালানো শুরু হয়। কোনোরকম প্ররোচনা ছাড়াই চালানো এই গুলিতে বিএসএফের দুই সদস্য গুরুতর আহত হয়।
এই কর্মকর্তা জানান, আহত দুই বিএসএফ সদস্যের একজন সাব সহকারী উপ-পরিদর্শক। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
বিএসএফ কর্মকর্তা বলেন, সীমান্তের ওপার থেকে গুলি অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করে গুলি করা হয়। এর জবাবে বিএসএফও পাল্টা গুলি করে।
উল্লেখ্য, মে মাসের ২৯ তারিখে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর ডিজিএমও’দের মধ্যে আলোচনায় জম্মু ও কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ২০০৩ সালের অস্ত্রবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার ব্যাপারে একমত হয় উভয় দেশ।