উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন

আজ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা সেতুর কোল ঘেঁষে অবস্থিত হক কিচেন হোটেল এন্ড রেস্টুরেন্ট মাওয়া চৌরাস্তায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি),উপ-প্রকল্প উত্তম পদ্ধতি অনুসরণের মাধ্যমে নিরাপদ দুগ্ধজাত পণ্য উৎপাদন ত্বরান্বিতকরণ এর প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম এর উপস্থাপনায়,কাজী বাহারুল ইসলাম এর সঞ্চালনায় প্রকল্প সমাপনী সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ এমদাদুল হক জোনাল ম্যানেজার -রিক মুন্সিগঞ্জ জোন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার প্রাণিসম্পদ অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম।রিক প্রধান কার্যালয় থেকে আগত জনাব সুদর্শন দেব সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) এবং পিকেএসএফ হতে সংস্থায় অডিট কার্যক্রম বাস্তবায়নে আসা প্রতিনিধি জনাব আশরাফুল মাজ উপ-ব্যবস্থাপক (নিরীক্ষা) প্রকল্প সমাপনী সভায় অংশ গ্রহণ করেন।

এছাড়া প্রকল্প সমাপনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার( সদর, লৌহজং, শ্রীনগর, টঙ্গীবাড়ী,সিরাজদিখান) উপজেলার প্রাণিসম্পদ অফিসার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, মুন্সিগঞ্জ জেলা স্যানেটারি ইন্সপেক্টর সহ উপজেলা পর্যায়ে স্যানিটারি ইন্সপেক্টর গন, রিক শ্রীনগর এরিয়ার এরিয়া ম্যানেজার , প্রকল্প সংশ্লিষ্ট ব্রাঞ্চ ম্যানেজার এবং প্রকল্পের উদ্যোক্তাগণ।
প্রকল্প সমাপনী সভায় উদ্যোক্তা, অতিথিবৃন্দ এবং স্টেকহোল্ডারগন ,প্রকল্প কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম ও প্রকল্প চলমান রাখার আশা ব্যক্ত করেন।