উত্তরখানে গ্যাস লিকেজের আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩

প্রতীকী ছবি

রাজধানীর উত্তরখানে ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ আটজনের মধ্যে সু‌ফিয়া বেগম (৫০) নামে আরেকজন মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজন মারা গেলেন। দগ্ধ আটজন একই পরিবারের সদস্য।

‌রোববার (১৪ অক্টোবর) সকাল ৭টার দিকে সু‌ফিয়া ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢামেক সূত্র জানায়, নিহত সুফিয়ার শরীরের ৯৯ শতাংশই আগুনে পুড়ে গিয়েছিল।

এর আগে শনিবার আজিজুল ও মুস‌লিমা নামে দুজন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শনিবার ভোর রাত ৪টায় উত্তরখান বেপারি পাড়া এলাকার ওই ভবনের নিচতলার গ্যাস পাইপলাইনের লিকেজে সৃষ্ট আগুনের ঘটনায় আটজন দগ্ধ হন।

তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ভবনটির বাসিন্দা দগ্ধ আজিজুল ইসলাম ও তার স্ত্রী মুসলিমা ওরফে উর্মি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ আরও একজন মারা গেলো।

আগুনে দগ্ধ বাকি পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছে। তারা হলেন- ডাবলু (৩৩), আনজু (২৫), আব্দুল্লাহ (৫), পূর্ণিমা (৩৫) ও সাগর (১২)।

হাসপাতালের বার্ন ইউনিট সূত্র জানায়, আগুনে ডাবলুর শরীরের ৬৫ শতাংশ, আনজুর ৬ শতাংশ, আব্দুল্লাহর ১২ শতাংশ, পূর্ণিমার ৮০ শতাংশ এবং সাগরের শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।

আহতদের গ্রামের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায়।

আজকরে বাজার/এমএইচ