উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যস্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে,দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল ষ্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৬২টির,হ্রাস পেয়েছে ৩৮টির, অপরিবর্তিত রয়েছে ১টির,বিপদসীমার উপর ষ্টেশনের সংখ্যা ২টি,বিপদসীমার উপর নদীর সংখ্যা ২টি।এদিকে, ব্রহ্মপুত্র-যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। অপরদিকে, পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে দিনাজপুরে ১৮৬ মিলিমিটার, কুড়িগ্রাম ১৩২ মিলিমিটার,চিলমারী ১৩০ মিলিমিটার,জাফলং ১১৫ মিলিমিটার,লালাখাল ৯০ মিলিমিটার,রংপুর ৮৪ মিলিমিটার,মহেশখোলা ৫৮ মিলিমিটার,জারিয়াঞ্জাইল ৫৫ মিলিমিটার এবং নারায়ণগাঁও ৫০ মিলিমিটার।