উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তা দিচ্ছে চীন

দেশের উত্তরাঞ্চলের বন্যা দুর্গতদের সহায়তায় ৪ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে চীন। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সঙ্গে যৌথভাবে এই অর্থসহায়তা দেবে দেশটি।

বাংলাদেশের সংবাদ সংস্থা ইউএনবি এক খবরে জানিয়েছে, উত্তরাঞ্চলের নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়া জেলার ১৩ হাজার ৯১০টি পরিবারের মধ্যে এই সহায়তা দেওয়া হবে।

খবরে বলা হয়েছে, ইউএনডিপি দক্ষিণ এশিয়ায় দুর্যোগ মোকাবিলার সহায়তা হিসেবেই এই অর্থ দিচ্ছে।

উল্লেখ, চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই প্রথমবারের মতো জাতিসংঘের অঙ্গ সংগঠের সঙ্গে যৌথভাবে বাংলাদেশে এই সহায়তা দিচ্ছে।

এবারের তিন দফায় বন্যায় দেশের ব্যপক ক্ষতি হয়েছে। ইউএনডিপির হিসাবে বাংলাদেশেই কমপক্ষে সাড়ে তিনলাখ মানুষ এই বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী মৌসুমের ফসল না উঠা পর্যন্ত তাদের ত্রাণের সহায়তা নিয়ে বেঁচে থাকতে হবে।

সংস্থাটির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বলেন, চীন সম্প্রতি উন্নয়শীল দেশে মানবিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে। তাই বাংলাদেশের বন্যা দুর্গতদের জন্য এই ৪০ লাখ ডলার সহায়তা দিচ্ছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।

তিনি বলেন, এই অর্থে ক্ষতিগ্রস্ত গৃহ সংস্কার, খাদ্য ক্রয় ও আসন্ন শীতে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হবে এই টাকায়।

আজকের বাজার: এলকে/ ১৮ ডিসেম্বর ২০১৭