উত্তরাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদীর পানি সমতলে বৃদ্ধি

আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত অধিদফতরের গাণিতিক মেডেলের তথ্য অনুযায়ী এ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আগামী ২৪ ঘন্টায় এই অঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান সব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। এছাড়া সুরমা-কুশিয়ারা ছাড়া উত্তরাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষণাধীণ পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ৫৮ টির, হ্রাস পেয়েচে ৪০ টির, অপরিবর্তিত রয়েছে ৩টির, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত স্টেশনের সংখ্যা ১ টি এবং বিপদসীমার উপর নদীর সংখ্যা ১টি।

গত ২৪ ঘন্টায় সারাদেশে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে, নেয়াখালী ৭৫ মিলিমিটার, মহেশখোলা ৭৪ মিলিমিটার, বগুড়া ৬৫ মিলিমিটার, লালাখাল ৬৩ মিলিমিটার, কক্সবাজার ৬০ মিলিমিটার, বরগুনা ৫৯ মিলিমিটার, বরিশাল ৪৯ মিলিমিটার।