উত্তরার বিএফসিকে ৬ লাখ টাকা জরিমানা

উত্তরায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএফসিকে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (০৫ জুন) দুপুরে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডে বিএফসি খাবারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় খাবার অনুপযোগী তেল ব্যবহারের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুজনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়।

ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, ‘অস্বাস্থ্যকর এবং অবহেলায় রান্না করার দায়ে দুজনকে তিনলাখ করে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে দুজনকে ৩ মাস করে কারাদণ্ড দেয়া হয়।’

আজকের বাজার/আরআইএস