রাজধানীর উত্তরায় শাহীন ইসলাম ওরফে হীরা (২৯) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকালে তার হেফাজত থেকে ১২০ ইয়াবা জব্দ করা হয়েছে।
উত্তরার হাউজবিল্ডিংয় থেকে সোমবার মধ্য রাতে ওই মাদক বিক্রেতাকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
আটককৃত ওই মাদক ব্যবসায়ী পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন তিলতপুর এলাকার এসএম শফিল্লাহর ছেলে। সে বর্তমানে ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের ৮৩নং বাসায় থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন নতুন সময়কে বলেন, ‘উত্তরার হাউজবিল্ডিংয়ে ডিউটি করার সময় শাহীনকে সন্দেহ হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করার জন্য ডাক দিলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এমতাবস্থায় তাকে উপস্থিত লোকজনের সহযোগিতায় দৌড়ে ধরে তার পকেটে থাকা দুটি নিল রংয়ের জিপার থেকে ১২০ ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
আরএম/