উত্তরায় মেডিকেল শিক্ষার্থীর আত্নহত্যা

রাজধানীর উত্তরায় তানহা রহমান (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিনগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তানহা শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. মজিবর রহমানের মেয়ে। শনিবার দিনগত রাত ১০টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে সে অাত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

থানা পুলিশের বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসঅাই) বাচ্চু মিয়া বলেন, গলায় উড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

এমআর/