উত্তরা ব্যাংকের ২০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করছে প্রতিষ্ঠানটি।

বিদায়ী বছরে ব্যাংকটির শেয়ার সমন্বিতভাবে  প্রতি আয় (কনসোলিটেডেট ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। আর এককভাবে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৮ টাকা ৮১ পয়সা।

আগামী ২৪ মে ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মে।

গত বছরর কোম্পানিটি ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিলো।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়।

বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ১৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৪৮ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ২২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬৩ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে।

রাসেল/