ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পত্র শনিবার ১৩ জানুয়াারি বিক্রি শুরু হয়েছে। এরইমধ্যে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে আদম তমিজি হক এবং রাসেল আশেকী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় রাসেল আশেকী বলেন, দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।
মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যবসায়ী আদম তমিজি হক ‘হক গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, দল মনোনয়ন দিলে দলের এবং সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।
আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। এ বিষয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,এই বোর্ডের ১৬ জানুয়ারি বসার কথা রয়েছে।
আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।
আজকের বাজার: ওএফ/ ১৩ জানুয়ারি ২০১৮