ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার উত্তর আয়ারল্যান্ড সফর করছেন। তিন বছরের অচলাবস্থা শেষে ক্ষমতা ভাগাভাগির সরকারের কার্যক্রম পুনরায় শুরু উপলক্ষে তার উত্তর আয়ারল্যান্ড সফর অনুষ্ঠিত হচ্ছে।
সফরের প্রাক্কালে এক বিবৃতিতে তিনি বলেছেন, উত্তর আয়ারল্যান্ডের জন্যে এ এক ঐতিহাসিক মুহুর্ত।
বেলফাস্টে সফরকালে জনসন নব নিযুক্ত ফার্ষ্ট মিনিস্টার আর্লিন ফস্টার ও ডেপুটি ফার্স্ট মিনিস্টার মাইকেল ও’ নেইলের সঙ্গে সাক্ষাত করবেন।
তিনি বলেন, ‘আমরা একজোট হতে পারলে আগামী দশক হবে উত্তর আয়ারল্যান্ড ও পুরো যুক্তরাজ্যের জন্যে অবিশ্বাস্য সুযোগময় সময় যা আমাদের চারটি রাজ্যের জন্যেই সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’
তিন বছরের রাজনৈতিক অচলাবস্থা শেষে উত্তর আয়ারল্যান্ডে আইরিশপন্থী রিপাবলিকান এবং ব্রিটিশ পন্থী ইউনিয়নভুক্ত দলগুলি ক্ষমতা ভাগাভাগির সরকারের বিষয়ে একমত হওয়ার প্রেক্ষিতে শনিবার সেখানে পার্লামেন্টের কার্যক্রম পুনরায় শুরু হয়।
ডিমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা ফস্টার ফার্স্ট মিনিস্টার ও সরকারের কার্যকর প্রধান এবং রিপাবলিকান সিন ফেইন-এর ও’ নেইল ডেপুটি প্রধান নির্বাচিত হয়েছেন।
আজকের বাজার/লুৎফর রহমান