উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে গুলিবিনিময়

উত্তর কোরিয়া রোববার অসামরিকীকরণ অঞ্চলে কয়েক দফা গুলি ছুঁড়েছে। এর জবাবে দক্ষিণ কোরিয়াও পাল্টা গুলি ছুঁড়ে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে এ কথা জানা গেছে।
তিন সপ্তাহের অনুপস্থিতি শেষে উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রকাশ্যে আসার একদিন পর ব্যতিক্রমী এই গুলিবিনিময়ের ঘটনা ঘটলো। উনের টানা অনুপস্থিতির কারণে তার স্বাস্থ্য নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল।
জয়েন্ট চিফস অব স্টাফের(জেসিএস) এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গার্ড পোস্ট লক্ষ্য করে উত্তর কোরিয়ার গুলি চালানোর পর সিউলের পক্ষে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
জেসিএস বলছে, তারা এ ঘটনার কারণ জানতে সামরিক হটলাইনের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৫০ সালে যুদ্ধ শেষ হয়। কিন্তু এরপর থেকে উভয় দেশ কার্যত যুদ্ধাবস্থাতেই রয়েছে। সামরিক উত্তজনা কমাতে ২০১৮ সালে উভয়পক্ষে একটি চুক্তি সম্পন্ন হয়। কিন্তু চুক্তির অধিকাংশ শর্তই মেনে চলছে না উত্তর কোরিয়া।