উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

টানা বৃষ্টিপাত ও বন্যার কারণে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে ২০ আগস্ট রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি ধসে যাওয়ায় রাজধানীর সাথে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার ভোর সাড়ে ৫টায় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হওয়ার পরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। এতে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন রুটের প্রায় ৪টি ট্রেন আটকা পড়েছে। মেরামতকাজের জন্য সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা রওনা দিয়েছেন বলে জানা গেছে।

রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে। ফলে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে বলে জানিয়েছেন টাঙ্গাইল রেলওয়ে স্টেশন মাস্টার মো. জালালউদ্দিন।

আজকের বাজার: এমএম/ ২০ আগস্ট ২০১৭