উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলীয় এলাকা থেকে একটি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে এএফপি।
এএফপি’র ওই খবরে বলা হয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর কুসং থেকে উৎক্ষেপণের পর সেটি প্রায় ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। জাপান বলছে অন্তত ৩০ মিনিট উড়ে যাওয়ার পর ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে গিয়ে পড়েছে।
খবরে আরও বলা হয়, জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে পিয়ংইয়ং এ পর্যন্ত অন্তত পাঁচটি পরমাণু পরীক্ষা চালিয়েছে এবং দেশটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তবে চলতি বছরেই উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যা যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তৈরি করেছে।
যদিও গত মাসে উৎক্ষেপণের পর দুটি ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান সর্বশেষ পরীক্ষার তীব্র সমালোচনা করেছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জা ইন জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন বলে জানা গেছে।
আজকের বাজার: আরআর/ ১৪ মে ২০১৭