উত্তর কোরিয়ার নাম সর্বস্ব পার্লামেন্টের পরবর্তী অধিবেশন আগামী জানুয়ারিতে বসবে। দেশটির বাজেটসহ আগামী বছরের পরিকল্পনা এ অধিবেশনে করা হবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে।
বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার ক্ষমতাহীন পার্লামেন্টের অধিবেশন বছরে এক কি দুইবার বসে। সাধারণত অধিবেশন দিনব্যাপী হয়। এ সময়ে ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির প্রয়োজনীয় সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সির(কেসিএনএ) খবরে বলা হয়েছে, ডিপিআরকের ১৪তম সুপ্রিম পিপলস এসেম্বলির(এসপিএ) অষ্টম অধিবেশন পিয়ংইয়ংয়ে আগামী ১৭ জানুয়ারি বসবে।
কেসিএনএ আরো বলেছে, অধিবেশনে ২০২২ সালের কাজের পর্যালোচনা এবং ২০২৩ সালের পরিকল্পনা ও বাজেট নিয়ে আলোচনা হবে।
অধিবেশনে কোরীয় নেতা কিম জং উন অংশ নেবেন কিনা তা বার্তা সংস্থাটি স্পষ্ট করেনি।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার অর্থনৈতিক নীতির কোন পরিবর্তন কিংবা উচ্চপর্যায়ের কোন কর্মকর্তার রদবদলের আভাস পাওয়া যায় কিনা তা বুঝতে আন্তর্জাতিক সম্প্রদায় এসপিএ’র অধিবেশনকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে।
এসপিএ ২০২২ সালের ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে মোট দুবার অধিবেশনে বসে।