দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং চলমান পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার ওপর নতুন করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। দেশটির বিনিয়োগ সীমিত করা এবং রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে আনা একটি প্রস্তাব শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটে সর্বসম্মতভাবে পাস হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে আজ রোববার এ কথা বলা হয়েছে।
ধারণা করা হচ্ছে, নতুন এই নিষেধাজ্ঞার ফলে বার্ষিক ৩০০ কোটি ডলার রপ্তানির এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর কোরিয়ার অর্থনীতি। কয়লা, লোহা, লৌহ আকরিক, সিসা, সিসার আকরিক এবং সি-ফুড রপ্তানির এবং য়ারও কিছু কাঁচামাল চীন সহ কয়েকটি দেশে রপ্তানি করে থাকে উত্তর কোরিয়া। প্রস্তাবে দেশটির এ সকল পণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
গত মাসে দুটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম বলে দাবী করে তারা। যদিও এই সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানায় প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও জাপান এবং তাদের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র।
অতীতে বারবার অবরোধ আরোপ করা সত্ত্বেও উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চালিয়ে যাওয়া থেকে পিছিয়ে আসেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রস্তাবে অতীতে প্রতিবার ভেটো দিলেও শনিবার অবরোধ আরোপের প্রস্তাবকে সমর্থন করেছে উত্তর কোরিয়ার একমাত্র আন্তর্জাতিক মিত্র হিসেবে পরিচিত চীন।
এদিকে উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব নিরাপত্তা পরিষদে গৃহীত হওয়াতে এর প্রশংসা করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সন্ধ্যায় এক টুইটার বার্তায় লিখেছেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পক্ষে এইমাত্র ১৫-০ ভোট দিয়েছে। চীন ও রাশিয়াও আমাদের সঙ্গে ভোট দিয়েছে। অনেক বড় অর্থনৈতিক আঘাত!”
আজকের বাজার: এমএম/ ০৬ আগস্ট ২০১৭