উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা প্রস্তাবটির দ্রুত এবং সর্বসম্মত অনুমোদনকে স্বাগত জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে শিনজো আবে বলেন, উত্তর কোরিয়ার উস্কানিমূলক কার্যক্রম জাপানসহ বিশ্ব সম্প্রদায়ের শান্তি এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে।

তিনি আরও বলেন, এ প্রস্তাব উত্তর কোরিয়ার ওপর চাপকে নজিরবিহীন এক নতুন মাত্রায় উন্নীত করেছে। এতে দেশটির নীতি পরিবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় সংকল্প প্রতিফলিত হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এখন পর্যন্ত গৃহীত সকল প্রস্তাব মেনে নিয়ে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্তকরণে সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি জোরালো আহবান জানান জাপানের প্রধানমন্ত্রী।

নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো কার্যকর করা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া এবং অন্যান্য দেশের সঙ্গে জাপান সরকার ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড

আজকের বাজার : এমএম / ১৩ সেপ্টেম্বর ২০১৭