উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নিতে তার দেশ ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।

২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা দ্বিতীয় অপশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং আমরা যদি তা বেছে নিই তাহলে তা হবে ভয়াবহ ধ্বংসাত্মক।”

বর্তমান অবস্থার জন্য আগের মার্কিন প্রশাসনগুলোকে দায়ী করে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেয় নি।

অথচ ২০/২৫ বছর আগেই উত্তর কোরিয়ার বিষয়টি শেষ করা যেত এবং তা অনেক সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি।

দু’দেশের মধ্যে যখন বাক-বিতণ্ডা চরম আকার ধারণ করেছে তখন ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগের প্রতি ইঙ্গিত করে এ বক্তব্য দিলেন।

সূত্র : পার্সটুডে

আজকের বাজার: এমএম / ২৭ সেপ্টেম্বর ২০১৭