উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি ইতালির

রোমে নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো।

২ অক্টোবর সোমবার ইতালির গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়।

১ অক্টোবর রোববার এক সাংবাদিক সম্মেলনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো এ কথা বলেছেন বলে খবরে জানানো হয়েছে।

তিনি বলেছেন, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা বৈশ্বিক নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ।

এ প্রেক্ষাপটে রাষ্ট্রদূতকে বহিষ্কার করলে দেশটির সরকার চাপের মধ্যে পড়বে বলে আশা করা যায়।

সম্প্রতি উত্তর কোরিয়া বেশ কয়েকটি মাঝারি ও দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় এবং পারমাণবিক অস্ত্রের একাধিক বিস্ফোরণ ঘটায়।

এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার বিরুদ্ধে গৃহীত প্রস্তাবে দেশটির বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের কথা বলা হয়।

এতে কোরীয় উপদ্বীপ ও উত্তরপূর্ব এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য শান্তিপূর্ণ সংলাপের পথে এগিয়ে যাবার ওপর গুরুত্বারোপ করা হয়।

সূত্র : সিআরআই

আজকের বাজার : এমএম / ৩ অক্টোবর ২০১৭