উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা এগুচ্ছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ক আলোচনা ইতিবাচকভাবে এগুচ্ছে। খবর আল জাজিরা’র।

উত্তর কোরিয়ার সঙ্গে তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রক্রিয়া নিয়ে কথা বলতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সেদেশে সফরে যাওয়ার আগ দিয়ে এমন মন্তব্য করলেন তিনি।

আল জাজিরা’র খবরে বলা হয়, সম্প্রতি একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক সক্ষমতার প্রসার ঘটানোর চেষ্টা করছে।

যদিও গত মাসে ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠক শেষে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের পারমাণবিক কর্মসূচি বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ট্রাম্প ওই গোয়েন্দা প্রতিবেদন নিয়ে কোন মন্তব্য করেননি।

ট্রাম্প টুইট করেন, উত্তর কোরিয়ার সঙ্গে বেশ ভালো আলোচনা হচ্ছে, এটা ইতিবাচকভাবে এগুচ্ছে। এর মাঝে, গত ৮ মাসে কোন রকেট উৎক্ষেপণ করা হয়নি, পারমাণবিক পরীক্ষাও চালানো হয়নি।

আজকের বাজার/একেএ