উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক ছিন্ন করেছে মিশর

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, মিশরের প্রতিরক্ষা মন্ত্রী সেদকি সোভি উত্তর কোরিয়ার সঙ্গে তাঁর দেশ সামরিক সম্পর্ক ছিন্ন করেছে বলে ঘোষণা দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সং ইয়োন মু’র সঙ্গে সিউলে এক বৈঠকে এ ঘোষণা দেন তিনি।

খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার কার্যকলাপ আর্ন্তজাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকির সৃষ্টি করছে। তাই উত্তর কোরিয়ার কার্যকলাপের বিরুদ্ধে গিয়ে মিশর সক্রিয় ভাবে দক্ষিণ কোরিয়ার সাথে সহযোগিতা করবে বলে জানিয়েছেন মিশরের প্রতিরক্ষা মন্ত্রী।

এর আগে গত মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে মার্কিন প্রশাসন মিশরে পাঠানো ত্রাণ সহযোগিতা হ্রাস করার বা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। মিশরের মানবাধিকার রেকর্ড নিয়ে দেখা দেয়া উদ্বেগকে তারা এর কারণ হিসাবে তুলে ধরেছে।

মার্কিন সংবাদ মাধ্যম সে সময় জানিয়েছিল যে, উত্তর কোরিয়ার সঙ্গে মিশরের ঘনিষ্ট সম্পর্ক নিয়ে দেখা দেয়া উদ্বেগও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখে।

স্নায়ু যুদ্ধের সময় থেকে মিশর উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক সম্পর্কও বজায় রেখে আসছে।

সুত্র : এনএইচকে ওয়ার্ল্ড

আজকের বাজার : এমএম / ১৪ সেপ্টেম্বর ২০১৭