উত্তর কোরিয়ার সাথে চুক্তিতে তাড়াহুড়ো নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে কোনো চুক্তির বিষয়ে তিনি তাড়াহুড়ো করবেন না।

স্থানীয় সময় শুক্রবার স্প্রিংফিল্ডে এক সমাবেশে এ কথা বলেন তিনি। খবর ইউএনবি’র।

দুই দিন আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের কাছ থেকে একটি ‘সুন্দর চিঠি’ পেয়েছেন বলেও জানান ট্রাম্প। তবে চিঠির বিষয়ে কিছু প্রকাশ করেননি তিনি।

চলতি বছরের জুন মাসে কোরীয় উপদ্বীপ পারমাণবিক অস্ত্রমুক্তকরণের বিষয়ে সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠক করে ট্রাম্প ও কিম।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, কিমের সাথে তার ‘খুব ভাল’ সম্পর্ক রয়েছে। উত্তর কোরিয়ায় আটক আমেরিকানদের ফেরত দিয়েছে দেশটি।

তিনি উল্লেখ করেন, বিগত মাসগুলোতে উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা পরিচালনা করেনি।

ট্রাম্প বলেন, ‘দেখা যাক কি ঘটে। আমি কোনো তাড়াহুড়ো করব না।’

আজকের বাজার/এমএইচ