উত্তর কোরিয়া মঙ্গলবার বলেছে, প্রথম কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত ঘোষণার পর কয়েক দিনের ‘জ্বরে’ আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এতে সামরিক বাহিনীর মাধ্যমে ওষুধ বিতরণ জোরদার করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ‘কেসিএনএ’ জানিয়েছে, পিয়ংইয়ং নগরীতে জরুরিভাবে সকল ফার্মেসীতে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং ওষুধ সরবরাহ শুরু হয়েছে।
‘কেসিএনএ’ জানায়, দেশটিতে সোমবার সন্ধ্যা পর্যন্ত ‘মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জন’ । এ পর্যন্ত মোট জ্বরে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮৩ হাজার ৬০ জন এবং অন্তত ৬ লাখ ৬৩ হাজার ৯১০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ভ্যাকসিন গ্রহণ করেননি এমন লোকদের মাধ্যমে রোগ ছড়িয়ে পড়া ঠেকাতে কিম জং উন দেশব্যাপী লকডাউন ঘোষণা সত্ত্বেও এই মৃত্যুর সংখ্যা বাড়ছে।
কিম মহামারি প্রতিরোধে ব্যর্থতার জন্য স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের কড়া সমালোচনা করে বলেছেন, বিশেষ করে তারা ওষুধ বিতরণের জন্য সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টা ফার্মেসী খোলা রাখতে ব্যর্থ হয়েছে।