৯ সেপ্টেম্বর শনিবার ৬৯তম জাতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উত্তর কোরিয়া। পাশাপাশি নিজেদের একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে দেশটি। এদিন উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে সঙ্গীতের তালে তালে নৃত্য পরিবেশন করে। পাশাপাশি বাইরে কনসার্ট এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের লিয়াওনিং প্রদেশের সীমান্তে অবস্থিত উত্তর পিয়ংগান প্রদেশের একটি নদীতে পর্যটকদের বহন করা তিনটি নৌকা চলতে দেখা যায়।
পরমাণু এবং হাইড্রোজেন বোমার পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হয়ে একটি অপরাজেয় শক্তিতে পরিণত হওয়ায় ক্ষমতাসীন কোরীয় ওয়ার্কার্স পার্টির দলীয় সংবাদপত্র নোদং শিনমুনের সংখ্যায় এদিন দেশটির প্রশংসা করা হয়। পত্রিকাটির প্রচ্ছদে প্রকাশিত সম্পাদকীয়তে গত রবিবার ষষ্ঠ বারের মত চালানো পরমাণু পরীক্ষাটি দেশটির নেতা কিম জং উনের একটি অর্জন বলে প্রশংসা করার পাশাপাশি দেশের পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়নের অগ্রগতির বিষয়ও উল্লেখ করা হয়।
গতবছর জাতীয় প্রতিষ্ঠা দিবসে উত্তর কোরিয়া একটি সম্মেলনের আয়োজন করলেও এবার এ ধরনের কোন বৈঠক অনুষ্ঠানের খবর পাওয়া যায়নি। গতবছর জাতীয় প্রতিষ্ঠা দিবসে পিয়ংইয়ং ৫ম বারের মত পরমাণু পরীক্ষা চালায়। ক্ষেপণাস্ত্র নিক্ষেপসহ আরও উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতা বজায় রেখে চলছে।
সূত্র : এনএইচকে ওয়ার্ল্ড
আজকের বাজার : এমএম / ১০ সেপ্টেম্বর ২০১৭