উত্তর কোরিয়ায় জাপানের এক নাগরিককে সম্প্রতি আটক করা হয়েছে। শনিবার স্থানীয় একটি গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে টোকিওর সম্ভাব্য বৈঠক নিয়ে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে আশাহি শিম্বুন জানিয়েছে, কখন কোথায় অজ্ঞাত পরিচয় লোকটিকে আটক করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।
জাপানের সরকারের ঘনিষ্ঠ এক ব্যক্তি ওই পত্রিকাকে বলেন, আটক ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। জাপানের সঙ্গে সমঝোতা আলোচনায় উত্তর কোরিয়া সম্ভবত এই ঘটনাকে নিয়ে দরকষাকষি করবে।
লোকটি কি কারণে উত্তর কোরিয়া সফর করছিল তা জানায়নি পত্রিকাটি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবরে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ আনা হয়েছে, তা প্রত্যাখান করেন।
তিনি বলেন, সরকার এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে ও তথ্য সংগ্রহ করছে।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধের অংশ হিসেবে টোকিও তার দেশের নাগরিককে কমিউনিস্ট দেশটিতে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
আজকের বাজার/একেএ