উত্তর কোরিয়ায় পৌঁছেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ায় পৌঁছেছেন। খবর এএফপি’র।

বৃহস্পতিবার (৩১ মে) তিনি উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন বলে জানায় উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে যুগান্তকারী সম্মেলনের প্রাক্কালে তিনি পিয়ংইয়ং সফরে গেলেন।

আগামী মাসের সম্মেলন আয়োজনে ব্যাপক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে ল্যাভরভ এ সফরে গেলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার রাতে নিউইয়র্কে কিমের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চলের সঙ্গে বৈঠক করেন।

কেসিএনএ’র খবরে বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হোর আমন্ত্রণে বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন।

রাশিয়ার বার্তা সংস্থা তাস’র খবরে বলা হয়, এ দুদেশের পররাষ্ট্রমন্ত্রী পিয়ংইয়ংয়ের সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি ভবনে আলোচনা শুরু করেছেন।

আজকের বাজার/একেএ