বুধবার ভোরে উত্তর কোরিয়া দুটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্রে বলা হয় থেমে থাকা পারমাণবিক আলোচনার মধ্যে পিয়ংইয়ং এক সপ্তাহের মধ্যে দুবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফস বলেছেন উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের ওনসান বন্দর নগরী থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্র দুটি সর্বোচ্চ ৩০ কিলোমিটার উপরে উঠে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে গিয়ে পড়ে।
৬ দিন আগে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তখন উত্তর কোরিয়া বলেছে দক্ষিণ কোরিয়া আমেরিকান অস্ত্র কেনার এবং ওয়াশিংটনের সঙ্গে সিউলের পরিকল্পিত সামরিক মহড়ার সিদ্ধান্তের কারণে তারা ওই পরীক্ষা চালায়।
আজকের বাজার/লুৎফর রহমান