উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প

মেহরাজ মোর্শেদ : আমেরিকার মূল ভূখণ্ড বা গুয়ামের সামরিক ঘাঁটি লক্ষ্য করে উত্তর কোরিয়া কোনও ক্ষেপণাস্ত্র ছুঁড়লে তা ভূপাতিত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউজের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউজম্যাক্স জানিয়েছে, গত মাসে উত্তর কোরিয়ার গুয়াম লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার হুমকির পর এ নির্দেশ দেন ট্রাম্প।

সূত্রটি আরও জানিয়েছে, জাপান বা দক্ষিণ কোরিয়াকে লক্ষ্য করে উত্তর কোরিয়া থেকে কোনও ক্ষেপণাস্ত্র ছোঁড়া হলে তার জন্যও একই নির্দেশ দেয়ার কথা ভাবছেন ট্রাম্প।

আজকের বাজার : এমএম / ৯ সেপ্টেম্বর ২০১৭