মেহরাজ মোর্শেদ : মধ্যপ্রাচ্য সফররত জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো কাতারে কর্মরত উত্তর কোরিয়ার নাগরিকদের সংখ্যা হ্রাস করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন। কাতার থেকে উত্তর কোরিয়ার কর্মীদের দেশে প্রেরিত অর্থের পরিমাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এসকল বৈদেশিক মুদ্রা, স্পষ্টত পিয়ং ইয়ং এর পরমাণু এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচীর জন্য ব্যয় করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেছেন।
৯ সেপ্টেম্বর শনিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন নাসের আল থানি এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে বৈঠকে মিলিত হন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোও কোওনো। উত্তর কোরিয়ার উপর চাপ বৃদ্ধি করতে কাতারের মন্ত্রীদের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় কাতারের মন্ত্রীরা অনুরোধটি বিবেচনা করার আশ্বাস দেন।
আজকের বাজার : এমএম / ১১ সেপ্টেম্বর ২০১৭