ভারতের উত্তর প্রদেশে একটি বাস উল্টে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চলকসহ আহত হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর এনডিটিভির।
বুধবার (১৩ জুন) সকালে উত্তর প্রদেশের মৈনপুরি জেলায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, বাসটি দ্রুতগতিতে যাওয়ার সময় রাস্তার ডিভাইডারকে আঘাত করার ফলে বাসটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
রাসেল/