সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২১ডিসেম্বর শুরুতে উত্থান প্রবণতায় শুরু হলেও শেষ হয়েছে সূচকের নিম্নমুখী প্রবণতায়। সেই সঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৬১৮২ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩৬৭ কোটি ৭৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৪৪ কোটি টাকা কম। আগের দিন নেদেন হয়েছিল ৫১১ কোটি টাকা। এদিন ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট কমে দাড়িয়েছে ১৯১২৭ পয়েন্টে।
বৃহস্পতিবার সিএসইতে ১৯ কোটি ৩৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ২৪ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৩ কোটি টাকা। এদিন সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭