সপ্তাহের চতুর্থ কার্যদিবস ২৫ অক্টোবর বুধবার উত্থান প্রবণতায় শুরু হয়েছে উভয় শেয়ারবাজারের লেনদেন। সময়ের সাথে সাথে উত্থান ধারা অব্যাহত থাকে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ উত্থান প্রবণতায় অব্যাহত রয়েছে উভয় বাজারে। এ সময় পর্যন্ত উভয় বাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। আর হাত বদল হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দরও বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এক ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৮১ পয়েন্টে। তবে অপর দুই সূচক রয়েছে নিন্মমুখী প্রবণতায়।
এ সময় পর্যন্ত হাত বদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। আর একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি টাকার।
এ সময় পর্যন্ত সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছিলো ১৮৫৩৪ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ ও সিএসসিএক্স সূচক বাড়লেও কমেছে সিএসই-৩০ ও সিএসআই সূচক।
একঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর এ সময় পর্যন্ত সিএসইতে মোট ৬ কোটি টাকার লেনদেন হয়েছে।
আজকের বাজার:এলকে/এলকে ২৫ অক্টোবর ২০১৭